চরফ্যাশন পৌর নির্বাচনে ৫৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
এম আবু সিদ্দিক,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ২৮ফেব্রয়ারী অনু্ষ্ঠেয় পঞ্চম ধাপের পৌর নির্বাচনে ভোলার চরফ্যাশন পৌরসভায় আজ শেষ দিনে মেয়র পদে ০৫ জন ও সাধারন আসনে(কাউন্সিলর পুরুষ) পদে ৩৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জনসহ সর্বমোট ৫৩জন প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার মঙ্গলবার ২রা ফেব্রয়ারী সকাল থেকে উৎসব মূখর পরিবেশে আওয়ামীলীগ, বিএনপি,জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা দলীয় নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন ৷ বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মোঃ মোরশেদ, সিকদার মোঃ মোহাম্মদ হুমায়ন কবির (বিএনপি)(মোঃতরিকুল ইসলাম চৌধুরী (জাতীয় পার্টি, (এরশাদ) মোঃআবু ইউসুপ(আন্দোলন বাংলাদেশ) মীর মোঃ শরীফ হোসেন৷হোসেন৷সাধারন আসনে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোঃআলাউদ্দিন মাতাব্বর , মোঃআবুল খায়ের নাজু ও ফকরুল আলম৷ ২নং ওয়ার্ডে মোঃনজরুল ইসলাম কিষান,মোঃ মফিজ, সাজ্জাদ হাওলাদার ও রফিকুল ইসলাম ৩নং ওয়ার্ডে আঃ মতিন মোল্লা, মোঃ মন্জু বাতান, মোঃ নয়ন, রেজাউল হাসান, মোঃশরীফ ও মোঃআজাদ উদ্দিন হাং ৪ং ওয়ার্ডে মোঃআকতারুল আলম সামু, তাপস চন্দ্র দাস, শাহ মন্জুর হোসন হারুন, মোঃমেহেদী হাসান কালু ও মোআবুল কাশেম ৫নং ওয়ার্ডে আকবর হোসেন,হোসেন,মোঃগিয়াস উদ্দিন, একেএম জাহিদ হোসেন সেলিম, মোঃজয়নাল আবেদীন, ৬নং ওয়ার্ডে মোঃ মনির হোসেন, মোঃ সালাউদ্দিন, জেড এফ তিতুমীর, ৭নং ওয়ার্ডে মোস্তাহিদুল হক তানভীর, তরিকুল ইসলাম মিলন, মোঃ আলী ৮নং ওয়ার্ডে মো জাহিদুল ইসলাম রাসেল, মোঃ মোস্তফা, মোঃ মোশারেফ হোসেন মুন্না, মোঃ মাকসুদুর রহমান, মোঃ তোহা মোঃ ছিদ্দিকুর রহমান মোক্তাদী ৯নং ওয়ার্ডে মোঃ কামাল উদ্দিন, মোঃ মিজানুর রহমান মন্জু, মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ ছালাউদ্দিন, মোঃ আবদুল করিম মুন্সী ৷ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ডে ফাতেমা খাতুন, ফরিদা পারভীন, সুফিয়া খাতুন ৪,৫,৬নং ওয়ার্ডে রেজওয়ানা পারভীন ৭,৮,৯নং ওয়ার্ডে হোসনে আরা বেগম, খাদিজা বেগম, জাহানারা বেগম, নাজমা বেগম, কামরুন্নাহার মনজু ৷ এই তথ্য জানিয়েছেন চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।