মনপুরা উপজেলায় নবীর অবমাননাকারীদের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
শহিদুল ইসলাম, মনপুরা প্রতিনিধিঃ
সারা বাংলাদেশের ন্যায় মনপুরা উপজেলায়ও নবীর অবমাননাকারী নুপুর শর্মা ও ও নবীন জিন্দালের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২ টার সময় হাজির হাট বাজার সিরাজ চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাতীয় ইমাম সমিতি মনপুরা শাখার সভাপতি মাওলানা মফিজুল ইসলাম।
এ সময় বক্তব্য প্রদান করেন হাজিরহাট বাজার মারকাজ মসজিদের ইমাম মুফতি মোঃ ইউসুফ, মনপুরা ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রভাষক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মুকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ হাজী আব্দুল মন্নান ও হাফেজ মাওলানা শিহাব উদ্দিন।
বক্তব্য শেষে মনপুরা থানা অফিসার ইনচার্জ ও মনপুরা উপজেলা নির্বাহি অফিসারের বরাবর নুপুর শর্মা ও নবীন জিন্দাল এর বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়।