লকডাউনের চতুর্থ দিনে চরফ্যাশনে কারাদণ্ড ও জরিমানা।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১

 

স্টাফ রিপোর্টার মোঃ রাকিব:
লকডাউনে চতুর্থ দিনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভোলার চরফ্যাশনে কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার লকডাউনের চতুর্থদিনে চরফ্যাশন পৌর শহরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল নোমান ভ্রাম্যমান আদালত পরিচানা করেন।এ সময় তিনি সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৬টি মামলায় ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড ও ১১ জনকে ৮ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল নোমান এর সত্যতা নিশ্চিত করেছেন।