৩দিনের সফরে চরফ্যাশনে আসছেন এমপি জ্যাকব

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ৪, ২০২১

 

স্টাফ রিপোর্টার::
৩দিনের সফরে চরফ্যাশন আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এমপি জ্যাকবের একান্ত সচিব মঞ্জুরুল হোসাইন সাক্ষরিত সফর সূচীর তথ্য অনুযায়ী আগামী ৪,৫ ও ৬ মে ২০২১ মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার দিনব্যাপী তিনি তার নির্বাচনী এলাকা চরফ্যাশনে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন,স্থাপনা উদ্বোধন ও ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব ও দুস্থ নারীদের মাঝে শাড়ী বিতরণ করবেন।
এছাড়াও এমপি জ্যাকব উপজেলার শশিভূষণে বেগম রহিমা ইসলাম কলেজ সংলগ্ন এলাকায় ৪কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ ও মুজিব নগর ইউনিয়নে ১০কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুতের সাব স্টেশন উদ্বোধন করবেন।

এ বিষয়ে পৌর মেয়র এসএম মোরশেদ জানান, উপজেলার ২১টি ইউনিয়নের গরীব ও অসহায় হত দরিদ্র মহিলাদের মাঝে এমপি জ্যাকব শাড়ী বিতরণ করবেন এবং স্থানীয় এতিমখানা ও হাফিজি মাদরাসায় তিনি দোয়া মোনাজাত শেষে ইফতারে অংশগ্রহণ করবেন।