তৃতীয় বারের মত হ্যাট্রিক জয়ী মঞ্জুর আলম খান, ভাইস চেয়ারম্যান
স্টাফ রিপোর্টারঃ
২য় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার দৌলতখান উপজেলায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন।
দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খানদৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খানমঙ্গলবার (২১মে) দিবাগত রাত ৯ টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস সাহরিয়া ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন। এতে দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচনে, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও দ্বিতীয়বারের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম খান বেসরকারিভাবে কাপ-পিরিচ প্রতীকে ১৪ হাজার ১৭২ ভোট পেয়ে তৃতীয় বারের মতো হ্যাট্রিক জয়ী করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইয়াছিন মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১২ হাজার ৩২১।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর ওবায়েদ উল্যাহ কলস প্রতীক নিয়ে ২১ হাজার ১০৩ এবং
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চশমা প্রতীক নিয়ে ১৯ হাজার ২৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ভোটাররা জানান, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে এবারের ভোট অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটে নি এবং সতেজ পূর্ত ভাবে ভোটাররা ভোট দিতে পেরেছে। তৃতীয় বারের মতো হ্যাট্রিক জয়ী হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও গণমানুষের নেতা মঞ্জুর আলম খান।