বোরহানউদ্দিনে এক অমানুষের নির্যাতনের শিকার তার স্ত্রী ও সন্তানরা| পর্ব-২
রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ
বোরহানউদ্দিনে তালতলা বাজারের নিকটে বাটামারা হাইস্কুলের পার্শ্বে নাজনীন (৩৫) নামে এক গৃহবধূ স্বামীর দ্বারা নিয়মিত নির্যাতনের শিকার হচ্ছে দীর্ঘদিন যাবৎ কিন্তু ভয়ে মুখ খুলতে পারেনা। এমনকি পাষন্ড পিতা হুমায়ূনের অত্যাচারে তার নাবালক অসুস্থ সন্তান বড় ছেলে মাহি আজ বাড়ি ছাড়া, দ্বিতীয় সন্তান মেয়েটিও নিজের বাড়িতে থাকতে ভয় পায় তার বাবার অত্যাচারের জন্য অন্যান্য শিশু সন্তানগুলোর অবস্থাও বেহাল। স্থানীয় লোকজনের সাথে কথা বললেই এর পূর্ণ সত্যতা পাওয়া যায়। ইতিপূর্বে নির্যাতিতার মা-বাবা বহুবার হুমায়ূনের আত্মীয় স্বজনের ও গন্যমান্য ব্যক্তিবর্গের স্বরনাপন্য হয়েও কোনো সুফল পাওয়ানি।
উল্লেখ্য স্থানীয় মেম্বার এই বিষয়ে মধ্যস্থতা করা সত্তেও এর কোন ফল পাওয়া যায়নি। বরং অত্যাচারী হুমায়ূন বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় ও অপপ্রচার চালায়। এই নির্যাতিতার মা-বাবার পক্ষে এর বিরুদ্ধে মামলা মোকদ্দমা পরিচালনা করার মতো সামর্থ্যও নেই।।
এদিকে গত ০১ সেপ্টেম্বর ২০২২ ইং সালের হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, উদয়ন মহিলা কল্যান সমিতি ও বাংলাদেশ উপকূল প্রেসক্লাব ভোলা জেলা শাখার বরাবর অভিযোগ করলে তারা সরজমিন সত্যতা যাচাই-বাছাই করে ঘটনাটির সত্যতা পায়। এর’ই প্রেক্ষিতে তার’ই চাচাত ভাই নবীন হাওলাদার সমঝোতা করে প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরবর্তিতে মেয়ের অভিবাবকের থেকে কবির পাটওয়ারী ও নবীন হাওলাদার কিছু মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে সাময়িক ভাবে পাষণ্ড হুমায়ুনকে থামিয়ে রাখে। কিন্তু তারা চুড়ান্ত ফয়সালা না করায় এখন আবার পূর্বের থেকেও বেশি নির্যাতনের স্বীকার হয়।
গত ২৪ জানুয়ারী ২০২৩ ইং (রোজ মঙ্গলবার) রাতে অসহায় নজনীন (৩৫) চরমভাবে নির্যাতন করে। তখন নাজনীনে আর্তনাদে এলাকাবাসী জড়ো হয়।
অসহায় নাজনীনে অভিবাবকের দাবি তার সুচিকিৎসা ও সুষ্ঠ সমাধান।