জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
মোঃ ইসমাইল, বিশেষ প্রতিনিধিঃ
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নব নির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন এবং শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষরও করেন।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা,আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন,ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) শহিদুল ইসলাম,ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওই দিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।