৫ জিনের বাদশাকে আটক করে নিয়ে গেলেন সবুজবাগ থানা পুলিশ ।
মিলি সিকদারঃ
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ৫ জিনের বাদশাকে আটক নিয়ে গেলেন ঢাকার সবুজবাগ থানা পুলিশ । শনিবার দিবাগত রাতভর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে কথিত ৫ জিনের বাদশাকে আটক করেন তারা । আটককৃতরা হলেন, মহিজল দফাদারের ছেলে মোঃ অহিদ, লোকমান মিয়ার ছেলে আঃ রাজ্জাক,মোঃ দানিস এর ছেলে মোঃ রাশেদ, হাবিবুল্লাহ দফাদারের স্ত্রী গোলেনুর বেগম । এদিকে কথিত জিনের বাদশাদের আটকের সংবাদ পেয়ে স্থানীয় সংবাদকর্মী তথ্য নিতে থানায় গেলে অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তারা আটকের তথ্য দিতে গরিমসি করে তথ্য না দিয়েই থানা থেকে আসামীদের মাইক্রোবাসে তুলে দ্রুত স্থান ত্যাগ করেন । বোরহানউদ্দিন থানা পুলিশের মাধ্যমে অভিযান পরিচালনাকারী সদস্যদের মধ্যে সবুজবাগ থানার এস আই মোঃ মামুন মিয়ার মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন দিলে সাংবাদিক শুনে প্রথমে ফোন কেটে দেয় । পরে আবার ফোন দিলে পরে কথা বলবে বলে পূণরায় আবার ফোন কেটে দেয় ।
এদিকে সবুজবাগ থানা পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন, স্থানীয় সংবাদ কর্মীরা । এ ব্যাপারে জানতে সবুজবাগ থানার ওসির সরকারী মোবাইল নম্বরে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি
এ দিকে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহিন ফকির জানান, আটককৃতদের নামে সবুজবাগ থানায় একটি প্রতারণা মামলা রয়েছে । যার নং ২১, তারিখ ১৫/০৮/২২ । এরা সবাই জিন প্রতারক। এদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ও জিন প্রতারণার মামলা রয়েছে । সবুজবাগ থানা পুলিশের অভিযান পরিচালনায় তাদের সাথে বোরহানউদ্দিন থানা পুলিশের এস আই মেজবাহ সহযোগীতা করেন ।