পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে ১১৯ জনের পদোন্নতি
বিশেষ প্রতিনিধিঃ
পুলিশ সুপার পদমর্যাদার ৭৩ আরও কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৩১ মে) ৪৬ পুলিশ সুপারকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়। এ নিয়ে দুই দফায় পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজির সংখ্যা দাঁড়ালো ১১৯ জনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতির জন্য এবার বিসিএস পুলিশ ক্যাডারের পাঁচটি ব্যাচের ৩৯০ জন কর্মকর্তার নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় পুলিশ সদর দফতর। সেখানে ১৮, ২০, ২১, ২২তম ব্যাচের পাশাপাশি ২৪তম ব্যাচের কয়েকজন পুলিশ সুপারের নাম দেওয়া হয়।
মঙ্গলবার ১৮তম ব্যাচের তিনজন এবং ২০তম ব্যাচের ৪৩ জন পদোন্নতি পান। এরপর বৃহস্পতিবার ২১, ২২ ও ২৪তম ব্যাচের আরও ৭৩ জনকে পদোন্নতি দেয় সরকার।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, অতিরিক্ত ডিআইজির ১২৩টি পদের মধ্যে নবসৃষ্ট ৮৮টি। এর মধ্যে এখনো চারটি পদ খালি আছে। গেল ১১ মে পুলিশের ডিআইজি পদে ৩২ কর্মকর্তার পদোন্নতি হওয়ার পর বেশকিছু অতিরিক্ত ডিআইজি পদ খালি হয়।
পুলিশের ১৭৮টি নতুন পদের গ্রেড ও বেতন নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর সেসময় গ্রেডসহ বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়। এতে অতিরিক্ত ডিআইজির ৮৮টি পদ নির্ধারণ করা হয় চতুর্থ গ্রেডে। এই পদে পদোন্নতির যোগ্যতায় বলা হয়েছে, পুলিশ সুপার (এসপি) অথবা সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে কমপক্ষে দুই বছর এবং নবম গ্রেড বা তার ওপরের গ্রেডে নূন্যতম ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অতিরিক্ত ডিআইজি পদে বেতন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৭১ হাজার ২০০ টাকা।
অতিরিক্ত ডিআইজি পদে বৃহস্পতিবার যারা পদোন্নতি পেলেন: গাজীপুর হাইওয়ে পুলিশের আলী আহমদ খান, ঢাকার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, রাজশাহী নৌ-পুলিশের দীন মোহাম্মদ, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ শাহ জালাল, সিআইডির বেগম নাছিমা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, সিআইডির বিজয় বসাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সিআইডির পুলিশ সুপার মো. এনামুল কবির, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার এম এ মাসুদ, সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাহাতাব উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জয়দেব চৌধুরী, পুলিশ সদর দফতরের এআইজি মহিউল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ঢাকার ১৩ আর্মর্ড পুলিশের অধিনায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এ এফ এম আনজুমান কালাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এসবির পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিআইডির মো. দেলোয়ার হোসেন, ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিআইডির মো. মিজানুর রহমান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিআইডির পুলিশ সুপার সামসুন নাহার, খুলনা রেঞ্জ অফিসের কমান্ড্যান্ট মোছা. তাসলিমা খাতুন, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পুলিশ সদর দফতরের এআইজি পংকজ চন্দ্র রায়, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের নাবিলা জাফরিন রীনা, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাছ্ছের হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. মোকতার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামকে পদোন্নতি দেওয়া হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৭ এর পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন, বরিশালের পুলিশ সুপার মো. মারুফ হোসেন, পুলিশ সদর দফতরের এআইজি খোন্দকার নুরুন্নবী, ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স কমান্ড্যান্ট মু. মাসুদ রানা, নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এস এম মেহেদী হাসান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, সিআইডির পুলিশ সুপার মাসুদ আহাম্মদ, হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ হেমায়েতুল ইসলাম পদোন্নতি পেয়েছেন।
খুলনা শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার এম এ জলিল, সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নূরুল ইসলাম, পুলিশ সদর দফতরের এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. আতিকুর রহমান মিয়া, এসবির পুলিশ সুপার মো. সায়ফুজ্জামান ফারুকী, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার উত্তম কুমার পাল, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা, ডিএমপির উপ-কমিশনার সঞ্জিত কুমার রায়, পুলিশ সদর দফতরের এআইজি মোছা. শেহেলা পারভীন, এআইজি বেগম নাসিয়ান ওয়াজেদ, ঢাকা আর্মড পুলিশের পুলিশ সুপার বেগম শামীমা আক্তার, ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিআইডির পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিআইডির পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. ফারুক উল হক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার তানভীর মমতাজ, কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়া আরেক প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, শরীয়তপুরের পুলিশ সুপার এস