প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২
সদরঘাট লঞ্চ টার্মিনালে আগুন লেগে বেপক ক্ষয়ক্ষতি
বিশেষ প্রতিনিধিঃ
লঞ্চ অ্যাডভেঞ্চার-৯-এ আগুন লেগেছে। এসময় লঞ্চটি থেকে প্রচুর ধোঁয়া বের হয়ে আসতে দেখা যায়।
বুড়িগঙ্গা নদীর সদরঘাট লঞ্চ টার্মিনালে রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে জানা গেছে, লঞ্চটির ভিআইপি কেবিন থেকেই আগুনের সুত্রপাত। তবে এসময় কোনো যাত্রী লঞ্চের মধ্যে ছিলেন না। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট হাজির হয়ে লঞ্চটির আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন