প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২
স্টাফ রিপোর্টার, মোঃ রিয়াদঃ ভোলার দৌলতখানে হিজড়া সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ ফ্রেব্রুয়ারি) সকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকায় দৌলতখানে বসবাসরত হিজড়া সম্প্রদায়ের মাঝে এসব শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, লবণ, সাবান সহ ইত্যাদি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন,করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও শীতে অসহায় জীবনযাপন করেন দৌলতখানে বসবাসরত হিজড়া সম্প্রদায় । করোনা ভাইরাসে তারা কর্মহীন হয়ে পড়ায় দুর্ভোগ লাগবে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।