ভোলার বোরহানউদ্দিনে নৌকার প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থীর সংবাদ সম্মেলন।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১

 

ইশতিয়াক আহমেদ, স্টাফ রিপোর্টার

ভোলার বোরহানউদ্দিন উপজেলা পক্ষিয়া ইউপি নির্বাচনে নৌকার প্রতিকের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, জনাব নাগর হাওলাদারের প্রতি সমর্থন প্রদর্শন পূর্বক নির্বাচন থেকে সরে দাড়ালেন মটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হুমাইউন কবির বাচ্চু।

সংবাদ সম্মেলন কালে নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী নাগর হাওলাদার বলেন,
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন সরদার নির্বাচনকে বানচাল করে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কাপনের কাপর পরিধান করে, নির্বাচন অফিসে প্রবেশ করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। এরই প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পক্ষিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাগর হাওলাদার সুষ্ঠু তদন্তপূর্বক আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করিলাম।

স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন সরদার এর কাছে নির্বাচন অফিসে কাফনের কাপড় পরিধান করে প্রবেশ করার ব্যাপারে জানতে চাইলে
তিনি আমাদের প্রতিনিধি কে বলেন আমি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে টাকা দাখিলের পর থেকে আমাকে হুমকি দেয়া হচ্ছিল। আমি আমার সমর্থক দের কে নিয়ে একপ্রকার শঙ্কার মধ্যে ছিলাম। আমাকে ও আমার সমর্থকদের কে প্রতিনিয়ত প্রাণে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে আসছিল নাগর হাওলাদারের লোকজন। তাই আমি প্রাণের মায়া ত্যাগ করে কাফনের কাপড় পরিধান করে আমার প্রতীক জানতে উপজেলা পরিষদের যাই। সেখানে আমার কর্মীদের উপরে অতর্কিত হামলা চালানো হয়। এ কারণে আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত হয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে একটি অভিযোগ জানাই। আমি সুষ্ঠু নির্বাচন দাবি করছি যাতে আমার কর্মীরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোটাধিকার প্রয়োগ করতে পারে