ভোলায় ক্ষতির মুখে পান চাষীরা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

 

মোঃ পারভেজ ভোলা
স্টাফ রিপোর্টার (ভোলা)

ভোলার ৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে পান চাষীদের দিন দিন পড়তে হচ্ছে ক্ষতির মুখে।
পানের বরই তাদের একমাত্র আয়ের উৎস। বেচে থাকার কারণ ই হলো পান চাষ। বাপ দাদার পেশা নাহ ছেড়ে আকড়ে ধরে থাকার কারণেই আজ জীবন যুদ্ধে তারা।
এই পান চাষের টাকা দিয়ে তাদের ছেলে সন্তানের পড়াশোনা ও তাদের সংসার চলে।

দক্ষিন দীঘলদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পান চাষী প্রশান্ত কুমার বলেন, এ বছর করোনার কারণে আমাদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
তবে বর্তমানে কিছুটা হলেও উন্নতির পথে।
করোনার এই দীর্ঘ সময়ে আমাদের জীবন যুদ্ধের মতো ছিল।
একই গ্রামে পান চাষী সতেন্দ্র রায় বলেন, আমি দীর্ঘ ৬০ বছর এ পেশায় আছি। এ ব্যবসায় সম্পূর্ণ ভাগ্যর উপর নির্ভরশীল। এ বছর প্রায় এক লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
আরেক প্রশ্নে বলেন, আমাদের পান প্রায় সব উপজেলায় যায়। বিশেষ ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন এ আমাদের পান পৌছায়।

পানের দাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
বর্তমান সময়ে আগের থেকে পানের দাম একটু বেশী। পান কম, চাহিদা বেশি। সেই হিসাবে আগের থেকে তুলনামূলক পানের দাম একটু বেশি।