প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২১
শশিভূষণ মাদক সহ দুই নারী আটক।
নিউজ ডেক্সঃ**অফিসার ইনচার্জ, শশীভূষন থানা, ভোলার সার্বিক তত্ত্বাবধানে অদ্য ১৪-০৭-২০২১খ্রিঃ তারিখ ১২:৪৫ ঘটিকার এসআই (নিঃ) দীপাংকর কর্মকার সঙ্গীয় অফিসার সহ অত্র থানাধীন শশীভূষন ০২নং ওয়ার্ডস্থ আজিজ পাটওয়ারীর ঘরের পিছনে পশ্চিম পাশের কক্ষের দরজার সামনে হইতে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা এবং ১৩ (তের) পিছ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোসাঃ হাফছা (২২), স্বামী-মোঃ শাহিন, ২। মোসাঃ তানিয়া (১৫), পিতা-আঃ আজিজ, উভয় সাং-শশীভূষন, ২নং ওয়ার্ড, থানা-শশীভূষন, জেলা- ভোলাদের’কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে শশীভূষন থানার মামলা নং-০৭, তারিখ- ১৪-০৭-২০২১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) সারণির ১৯ (ক)/১০(ক)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।