প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
লালমোহনে “যুগান্তর”র বর্ষপূর্তি উদযাপন।
ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক “যুগান্তর” এর বর্ষপূতি উদযাপিত হয়েছে।
২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির স্বজন সমাবেশের আয়োজনে বুধবার সকালে লালমোহন রিপোর্টার্স ইউনিটিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তরের লালমোহন প্রতিনিধি ও লালমোহন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জসিম জনি’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, রিপোর্টাস ইউনিটি সভাপতি মাহমুদ হাসান লিটন।
এসময় লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।