লালমোহনে বিশ্ব জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

 

লালমোহন প্রতিনিধিঃ

৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ভোলা-লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে বুধবার সকালে বিশ্ব জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদসদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি) বলেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম মুছে ফেলতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে খুন করা হয়েছে। এসব খুনিদের বাংলার মাটিতে মরোনত্তর বিচার সময়ের দাবী।

এমপি শাওন আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যানে নিরলস কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে।

উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আ.ন.ম শাহজামাল দুলাল, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, সম্পাদক আমিনুল ইসলাম, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক কামরুল আলম মাজেদ পাটোয়ারী সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।