ষড়যন্ত্রের স্বীকার লালমোহনের কাউন্সিলর

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

 

মোঃ মাকসুদ, লালমোহন

দুইবারের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর সাইফুল কবিরে বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হওয়ায়। ৮নংওয়ার্ড পৌরবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

লালমোহন পৌরসভা ৮ নং ওয়ার্ডের শান্তি-শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন এই রাজনৈতিক ব্যাক্তিত্ব কাউন্সিলর সাইফুল কবির।

তিনি দমন করে দিয়েছেন উক্ত ওয়ার্ডের কতিপয় কিছু ভূমিদস্যু ,অবৈধ দখলদার,দূর্নীতিবাজ এবং সাধারণ মানুষের উপর অত্যাচার কারীদের।
যার জন্য অনেক ষড়যন্ত্রের স্বীকার হতে হয়েছিলো ওনাকে।
কিন্তু ন্যায়ের পক্ষে সবসময়ই অবিচল প্রিয় এই ব্যাক্তি।
তাই আজ তিনি ষড়যন্ত্রের শিকার হলেন।সমাজের কিছু অসাধু মানুষ তাদের আধিপত্য বিস্তার করার লক্ষে একজন সৎ,নিষ্টাবান, ব্যাক্তিকে মিথ্যা অপবাদ দিয়ে তার সম্মানহানি এবং তাকে হয়রানি করছেন।
তার নামে এই মিথ্যা অপবাদের তিব্র-নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ওয়ার্ডবাসী।
ইনশাআল্লাহ সৎ এবং নিরঅপরাধ ব্যাক্তির সাথে মহান আল্লাহ পাক রাব্বুল আল-আমিন আছেন।
সত্যর জয় একদিন হবেই ইনশাআল্লাহ।