লালমোহনে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করলো পাষন্ড স্বামী।।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

 

মোঃ সাইফুল ইসলাম-(জিহাদ) নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে স্ত্রীকে এলোপাতারি পিটিয়ে গুরুতর জখম করলো পাষন্ড স্বামী। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কহিনুর বর্তমানে লালমোহন হাসপাতালে ভর্তি রয়েছে। আহত কহিনুর জানান, প্রায় ১১ বছর আগে ফরাজগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে লিটনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর হতেই তার উপর শুরু হয় অমানবিক শারিরীক নির্যাতন। যৌতুকলোভী স্বামী লিটন যৌতুকের দাবীতে গত ১১ বছরে বহুবার তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফলে চিকিৎসার অভাবে অসুস্থতা নিয়েই কাটাতে হয় কহিনুরের জীবন। গত বৃহস্পতিবার সকালে স্বামী লিটন আবারো যৌতুকের অজুহাতে কহিনুরকে এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত জখম করে ঘরে আটকে রাখে। পরদিন শুক্রবার সকালে খবর পেয়ে কহিনুরের মামা আতরুজ্জামান স্থনীয় লোকদের সহযোগীতায় তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে। লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান তার ডান চোখে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়েছে ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম রয়েছে।