লালমোহনের জনতা বাজারে সরকারি খাল থেকে বালি উত্তোলন। ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ
লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবুল কালাম আবু মেম্বারের নেতৃত্বে সরকারি খাল থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে ৪নং ওয়ার্ড জনতা বাজারে ৬টি দোকানের পিছনে পুকুর ভরাট করার সময় উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম এর হস্তক্ষেপে ড্রেজার বন্ধ করা হয়। গত এক সপ্তাহ ধরে মেম্বার আবুল কালাম আবুর নেতৃত্বে জনতা বাজার ব্যবসায়ী সফিজল মাঝি, সামছুদ্দিন, সফিউল্লাহ, মাকসুদ ও শরীফ ড্রেজার বসিয়ে সরকারি খাল থেকে বালি উত্তোলন করে তাদের দোকানের পিছনে একটি পুকুর ভরাট করে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, ওসি তদন্ত শাহ জালাল এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেজার বন্ধ করে দেয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান বলেন, সরকারি জায়গা থেকে মাটি কাটা সম্পন্ন বে-আইনী। যেহেতু একজন ইউপি সদস্য জেনেশুনে বে-আইনী ভাবে সরকারি জায়গা থেকে বালি উত্তোলন করেছে, আমরা প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।