মনপুরায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎের দাবিতে মানববন্ধন।
শহিদুল ইসলাম, মনপুরা প্রতিনিধিঃ
ভোলার দুর্গম উপজেলা মনপুরায় ওজোপাডিকো’র (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) বরাদ্দকৃত ৮ ঘন্টা বিদ্যুৎ নিরবচ্ছিন্ন পরিবেশনের দাবিতে মানববন্ধন করেছে হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা। সন্ধ্যা ৬ টা থেকে রাত ২ টা পর্যন্ত ওজোপাডিকো’র বরাদ্দকৃত আট ঘন্টা লোডশেডিং মুক্ত নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানান তারা। এসময় ব্যবসায়ীরা জাতীয় গ্রীডের বিদ্যুৎ চালু করে দেড় লক্ষ মানুষের বসতি মনপুরাকে ২৪ ঘন্টা বিদ্যুতের আওতায় আনার দাবি রাখেন। সোমবার (১০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা সদর হাজিরহাট বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার সবচেয়ে বড় বাজার হাজির হাট বাজারের শত শত ব্যবসায়ী সকল দোকানপাট বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলার হাজীর হাট ইউনিয়নের ফকির হাট বাজারেও নিরবচ্ছিন্ন জাতীয় গ্রীডের বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ভোলা জেলার দুর্গম উপজেলা মনপুরায় দেড় লক্ষ মানুষের বসবাস। এখানে এখন পর্যন্ত জাতীয় গ্রীডের বিদ্যুৎ চালু হয় নাই। অথচ ভোলা জেলার ছোট ছোট বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো জাতীয় গ্রীডের বিদ্যুৎ চালু হয়েছে। বিদ্যুতের অভাবে আমরা ব্যবসা-বাণিজ্য ঠিকমতো করতে পারছি না। ওজোপাডিকো’র অধিনে পাওয়ার স্টেশনের মাধ্যমে আট ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও আমরা ৫ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি। এই ৫ ঘণ্টার মধ্যেও লোডশেডিংয়ের অত্যাচারে আমরা ব্যবসা করতে পারছি না।
এছাড়াও সোলার বিদ্যুতের মাধ্যমে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও ইউনিট ৩০ টাকার বেশি হওয়ায় সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারছে না। তাই অনতিবিলম্বে জাতীয় গ্রীডের বিদ্যুত চালু ও ওজোপাডিকো’র বরাদ্দ আট ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিৎ করার দাবি জানান এলাকাবাসী।
এসময় মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন, ২ নং হাজির হাট ইউনিয়ন চেয়ারম্যান ও হাজির হাট বাজার কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবুয়াল হোসেন আবু মেম্বার, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ অহিদুর রহমান, হাজীর হাট বাজারের সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মিয়া, সহ-সভাপতি বাজার ব্যবসায়ী নিজাম উদ্দিন মিয়া, বেলায়েত মিয়া হাজিরহাট বাজারের ব্যবসায়ী ও ২ নং হাজিরহাট ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ ফরাজি প্রমুখ ।
উল্লেখ্য, এখন ৫ ঘন্টা বিদ্যুৎ দেওয়ার কথা বলা হলেও, গত ৭ দিন ধরে মাত্র ৩ ঘন্টা ৩০ মিনিট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।