মনপুরায় ওসি সাঈদ আহমেদের বিদায় ও জহিরুল ইসলামের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত।

ভোলার কথা
শহিদুল ইসলাম, মনপুরা প্রতিনিধিঃ সম্পাদক
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩

 

শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধিঃ

দীর্ঘদিন মনপুরার মানুষের জন্য কাজ করার পর আজ মনপুরা থানার অফিসার ইনচার্জ ওসি সাঈদ আহমেদে (পিপিএম) এর বিদায় সংবর্ধনা ও একই সাথে মনপুরা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলামের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মনপুরা থানা পুলিশের আয়োজনে বুধবার সন্ধা ৮টায় মনপুরা থানা কমপ্লেক্সের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশেদ মোল্লা, ২ নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্ল্যাহ কাজল,মনপুরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম শাহজাহান,২ নং হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বর,মনপুরা থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার,মনপুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মনজু ফরাজি।

এসময় আরো উপস্থিত ছিলেন মনপুরা থানার সকল পুলিশ সদস্য ও সর্বস্থরের জনগন।

উল্লেখ্য ওসি জহিরুল ইসলাম মনপুরা থানায় যোগদানের আগে ভোলা সাইবার ক্রাইম ইউনিটের ওসি ছিলেন এবং ওসি সাঈদ আহমেদ ভোলা সাইবার ক্রাইম ইউনিটের ওসি হিসেবে যোগদান করেছেন।