প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩
মনপুরায় হরিণের মাংসসহ এক যুবক আটক।
শহিদুল ইসলাম, মনপুরা প্রতিনিধিঃ
ভোলার মনপুরায় হরিণের মাংসসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
৩০/০৫/২০২৩ ইং তারিখ রাত ১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ (পিপিএম) এর নেতৃত্বে এএসআই মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানের ভিত্তিতে চরযতিন ৪ নং ওয়ার্ড ফায়ার সার্ভিসের উত্তর পাশে সদর রোড থেকে ১৫ কেজি হরিণের মাংসসহ আসামি মোঃ কালু (২৮)কে আটক করা হয়।
আসামি মোঃ কালু মনপুরা উপজেলার ঈশ্বরগঞ্জ ৭ নং ওয়ার্ডের গেদু সদ্দারের ছেলে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ(পিপিএম) জানান, এই হরিণের মাংস বিক্রয়ের সাথে আরো ৫ থেকে ৬ জন জড়িত রয়েছে। মোঃ কালুকে ১ নং আসামি করে ওই ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।