প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩
পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারলো না সোহেল।

মনপুরা (ভোলা) প্রতিনিধিঃ
নিজের পরিবারের সাথে ঈদ উদযাপন করার কথা ছিল সোহেলের। কিন্তু তার সেই সপ্ন পূরন হলো না।
গত ২১/০৪/২০২৩ তারিখে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে মনপুরা আসার উদ্দেশ্য ফারহান ০৩ লঞ্চে উঠে সোহেল।
কিন্তু বিকাল ৫:৩০ মিনিটে ফতুল্লা ব্রিজের আগে লঞ্চটি ভয়াবহ কালবৈশাখী ঝড়ের কবলে পড়লে লঞ্চ থেকে পড়ে যায় সোহেল।
সোহেল ভোলা জেলার মনপুরা উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের দাসের হাট ৬ নং ওর্য়াডের আব্দুল রশিদ মাঝির ছেলে। সোহেল মনপুরা সরকারি ডিগ্রী কলেজে অধ্যায়নরত ছিল।
লঞ্চ থেকে পড়ে যাওয়ার পর ৩৮ ঘন্টা সোহেল নিখোজ থাকে। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সোহেলর লাশ উদ্ধার করা হয়।
সোহেলের অকাল মৃত্যুতে তার পরিবার ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।