মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মনপুরা প্রতিনিধিঃ
মনপুরা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয়ঃ স্মার্ট বাংলাদেশের প্রত্যয়,দুর্যোগ প্রস্তুতি সবসময়।
শুক্রবার সকাল ১০ টায় এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, ২ নং হাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহাতাব উদ্দিন অপু, কারিতাসের জুনিয়র প্রগাম অফিসার অশোক কুমার রয় ।
এছাড়াও উপস্থিত ছিলেন মনপুরা ফায়ার সার্ভিস লিডার কামাল হোসেন, মনপুরা থানার এস.আই সুভাস পাল, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) মনপুরা উপজেলা ওয়ারলেস অপারেটর শহিদুল ইসলাম, দৈনিক ইত্তেফাক মনপুরা প্রতিনিধি সালাউদ্দিন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি) ও যুব রেড ক্রিসেন্টের সদস্যসহ ও সাধারন জনগন।
এসময় উপস্থিত বক্তারা বলেন, মনপুরায় দুর্যোগের সময় সিপিপি সবসময় কাজ করে থাকে। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে আরো ভালো কাজ করতে তারা উৎসাহ প্রদান করেন। এসময় বক্তারা দুর্যোগকে অবহেলা না করে আশ্রয়কেন্দ্রে যেতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন।