বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের পক্ষ থেকে ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধিঃ
ভোলার মনপুরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট এর পক্ষ থেকে ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে নগদ ৪৫০০ টাকা করে মোট নয় লক্ষ টাকা বিতরণ করা হয়।
২৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার জনাব আশীষ কুমার, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি জনাব মোঃ আজিজুল ইসলাম, ভোলা জেলা রেড ক্রিসেন্ট এর ইউনিট লেভেল কর্মকর্তা আব্দুল বারী, ভোলা পোস্ট অফিস পরিদর্শক মোঃ ইমরান হোসেন, ভোলা পোস্ট অফিস হিসাব রক্ষক মোঃ নাজিম উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এন.ডি.আর.টির সদস্য অশিকুল ইসলাম আবীর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এন.ডি.আর.টির সদস্য তাজুল ইসলাম, মনপুরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা আওলাদ মাতাব্বর।
এছাড়াও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।