প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২২
মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।
শহিদুল ইসলাম, মনপুরা প্রতিনিধিঃ
ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু নুসাইবা (১ বছর ৫ মাস) উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরযতিন গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কবির হোসেনের মেয়ে।
বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১১ টায় কবির হোসেনের নিজ বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, মৃত নুসাইবার মা ঘরে রান্নাবান্নার কাজ করছিলো। বেলা সাড়ে ১১ টায় নুসাইবার বড় বোন তামান্না নুসাইবার খোঁজ করছিলো। ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে তাদের বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পানি থেকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ আবু সালেহ মোঃ ইদ্রিস শিশুটিকে মৃত ঘোষনা করেন।