ভোলা জেলার ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানঃ ১৮০(একশত আশি) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন আটক।

ভোলার কথা
ডেস্ক রিপোর্ট সম্পাদক
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪

ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন ধনিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ দড়িরাম শংকর জনৈক মোঃ হেজু শনি এর বন্ধ চায়ের দোকানের সামনে ভোলা টু তুলাতলী রাস্তার উপর হইতে ১৮০(একশত আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

ইং ৩০-০৫-২০২৪ তারিখ ১৮.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/ মোঃ আসাদুজ্জামান খান, সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ধনিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ দড়িরাম শংকর জনৈক মোঃ হেজু শনি এর বন্ধ চায়ের দোকানের সামনে ভোলা টু তুলাতলী রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ মারুফ হোসেন (৪২), পিতা-মৃত হাজী সুলতান আহম্মেদ, মাতা-সাহারা বেগম, সাং-বালুরচর, ১১নং ওয়ার্ড, লালমোহন পৌরসভা, থানা- লালমোহন, জেলা- ভোলা, ০২। মোসাঃ মানসুরা বেগম (৩৫), স্বামী- মারুফ, মাতা- ফজিলাতুন নেছা, সাং- পৌরসভা ০৫নং ওয়ার্ড, সিকদার বাড়ী, ভোলা পৌরসভা, থানা ও জেলা- ভোলাদ্বয়কে ১৮০(একশত আশি) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।