ভোলা জেলা প্রশাসককে বিসিডিএস এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
মোঃমনছুর আলম ঃঃ ভোলাঃবাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ভোলা জেলা শাখার নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে আজ বুধবার দুপুর বারোটার সময় জেলা প্রশাসক কার্যালয় ভোলা জেলা প্রশাসক মোঃতৌফিক এলাহি চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান ও মত বিনিময় করেন।মতবিনিময় কালে জেলা প্রশাসক বলেন আপনারা যদি সঠিক ভাবে মানসম্মত ঔষধ বিক্রি করেন তাহলে আপনাদের ভালো কাজের সাথে আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো।আর সঠিক ভাবে ব্যাবসা করবেন দেখবেন ভালো থাকবেন আর ঔষধ ব্যাবসা করতে হলে সবাইকে ঔষধ প্রশাসনের আইন মেনে চলতে হবে, ফারমিসিতে ফার্মাসিস্ট করা লোক ও বৈধ লাইচেন্স থাকতে হবে। নকল ও বেজাল ঔষধ কিনা বেচা থেকে বিরত থাকতে হবে। তাহলে সাস্থ্য ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব । এসময় উপস্থিত ছিলেন, মোঃ আবুসাঈদ এনডিসি জেলা প্রশাসকের কার্যালয় ভোলা, উপজেলা বাইচ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, ভোলাজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি মোঃফখরুল আলম চৌধুরী এবং সিনিয়র সভাপতি মিন্টু কর্মকার লাল সহ নির্বাহী সদস্য মোঃইব্রাহীম,মোঃমনছুর আলম,মোঃসাদ্দাম হোসেন,নান্টু কর্মকার, মোঃ রাসেল প্রমূখ।
মোঃমনছুর আলম ভোলা,
০১৭১২৩৪১৯১৪
০৮/০২/২২