ভোলার ধনিয়ায় ছোট আলগী গ্রামে, ডেকে নিয়ে মারধরে আহত ১
স্টাফ রিপোর্টারঃ
ভোলায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে রড দিয়ে মেরে মাথায় জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছোট আলগী গ্রামের। আহত সোহেল বরিশাল শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, রবিবার ( ২৪ অক্টোবর ) বিকাল ৭.০০ ঘটিকার সময় উক্ত এলাকার পোনার বাড়ির বাসিন্দা মোঃ রতনের ছোট ছেলে মোঃ সোহেল বাড়ির সামনের চায়ের দোকানে চা খাচ্ছিল, এমতাবস্থায় একই এলাকার খনকার বাড়ির আবুল কালামের ছেলে অন্তর তাকে কথা বলার জন্য নির্জনে ডেকে নিয়ে তার সহযোগী মোঃ ইমন, দেলোয়ার ও আরও অজ্ঞাত নাম না জানা অনেককে সাথে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে, রড দিয়ে সোহেলকে এলোপাতাড়ি মারধর করে মাথায় জখম করে, পরে সোহেল ডাক চিৎকার করলে, অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত সোহেল কে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়, সোহেলের মাথায় জখম ও বমি করা দেখে হাসপাতালের কর্তব্যরত ইমার্জেন্সি ডঃ তাকে বরিশাল নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়া হয়। আহত সোহেল বরিশাল শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
তবে এই হামলার কারণ কি জানতে চাইলে সে বিষয়ে কেউ কিছু বলতে পারে নি।
এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত সোহেলের পরিবার।