গত ২৭ তারিখে মাদক সহ ৪ জন আটক
গত ২৭ জুলাই ২০২১ খ্রি: তারিখ মঙ্গলবার বেলা ১৪:৪৫ ঘটিকা হইতে একই তারিখ ১৫:৫০ ঘটিকার মধ্যে এসআই (নিঃ)/ নূর উদ্দিন ও সঙ্গীয় অফিসার ফোর্স লালমোহন থানা, ভোলাগন মাদক অভিযান পরিচালনা করিয়া লালমোহন থানাধীন কালমা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ ডাওরী বাজার ব্রীজের দক্ষিন পাশে পাকা রাস্তার উপর হইতে আসামী-০১। মোঃ সোহেল (২০), পিতা-চান্দু মাঝি, মাতা-লিলা বেগম, সাং-পদ্ম মনষা, ০৬নং ওয়ার্ড,(ধনী বাড়ীর পাশে) কাচিয়া ইউপি, থানা বোরহানউদ্দিন এর নিকট হইতে ২০(বিশ) পিছ ইয়াবা ট্যাবলেট এবং বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের পদ্ম মনষা ০৮নং ওয়ার্ডস্থ ধৃত ০২নং আসামী মোঃ জাকির হোসেনের বসত বাড়ী হইতে আসামী ২। মোঃ জাকির হোসেন (২৮), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, সাং-পদ্ম মনষা ০৮নং ওয়ার্ড, জামালের বাড়ী, কাচিয়া ইউপি, ৩। মোঃ সিরাজুল ইসলাম (৩২), পিতা-তাজুল ইসলাম, মাতা-হালিমা বেগম (ছলিম উদ্দিনের বাড়ী) ৪। মোঃ ইমন (২৪), পিতা-মোঃ হাছান (আঃ ছমেদ পালোয়ান বাড়ী), উভয় সাং-চকডোষ, ০৮নং ওয়ার্ড, কাচিয়া ইউপি, সর্ব থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাদের নিকট হইতে (০৫+০৪+০৩)=১২ পিছ সর্ব মোট=৩২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এ বিষয়ে মাদক মামলা প্রক্রিয়াধীন।