বোরহানউদ্দিনের রাণীগঞ্জ বাজরের ব্রিজে ফাটল; যান চলাচলে অনুযোগী…..
শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বহুল পরিচিত ও ব্যস্ততম বাজার রাণীগঞ্জ এর উত্তর-পূর্ব পার্শ্বের রাণীগঞ্জ টু মোল্লারহাট যাওয়ার একমাত্র ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন ব্যস্ততম এই রাস্তা দিয়ে যাতায়াতকারী পথযাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে একটি মালবাহী ট্রাক্টর ব্রিজ পার হওয়ার সময় বিকট শব্দ হয় পরে দেখা যায় ব্রিজটির পশ্চিম পাশ ভেঙ্গে যায় এবং স্বাভাবিক লেভেলের চেয়ে ৫-৬ ইঞ্চি দেভে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়রা লাল নিশানা টানিয়ে শতর্কবাণী প্রদর্শন করেন এবং ভারী যানবাহন যেন চলাচল না করে সে জন্য বাশ দিয়ে বেরিকেট দেয়। তবে উক্ত বেরিকেট উপেক্ষা করে ঝুঁকি নিয়েই যানবাহন এবং পথচারীরা চলাচল করছে। এতে যে কোন সময়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এদিকে ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের জন্য জনপ্রতিনিধিদের কাছে দাবী এলাকাবাসী।