বোরহানউদ্দিনে মাদ্রাসার লাকড়ি ঘরের পাটাতন চাপায় ১ শিক্ষার্থী নিহত,আহত-৪
মিলি সিকদারঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের রহিমা
খাতুন দারুল তাকওয়া বালিকা মাদ্রাসার লাকড়ি ঘরের পাটাতন চাপায় ঘটনাস্থলেই
সামিয়া(১০)নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ৪
জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সামিয়া
ওই এলাকার মো. বাবুলের মেয়ে।
শনিবার মাগরিবের নামাজের আগে ওই দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া(৯),মো. গিয়াসউদ্দিনের মেয়ে
উম্মে হাবিবা, জামাল মেয়ে সামিয়া (১০),মো. মাসুদের মেয়ে
সুমাইয়া(১১)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত শিক্ষার্থী ও তাঁদের স্বজনরা
জানান, বিকাল থেকে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে মাদ্রাসার লাকড়ি ঘরের
মাচার উপর লাকড়ি উঠাচ্ছিলেন। মাগরিবের নামাজের আগে হঠাত লাকড়ির ভর বেশি
হওয়ায় ঘরের মাচা ভেঙ্গে নিচে পড়ে। ওই সময় ঘটনাস্থলেই সামিয়া মারা যায়।
আহতদের স্বজন ও স্থানীয়রা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
আসে।
বোরহানউদ্দিন হাসপাতালের চিকিৎসারত ডাক্তার ডা. রেজওয়ান জানান,আহতদের
মাথা সহ বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। তবে আপাতত আশঙ্কার কিছু নেই।
এ ব্যাপারে জানতে মাদ্রাসার পরিচালক মো. শফিকুল ইসলামের সাথে যোগাযোগের
চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির জানান, কোন
অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।