ফেইসবুকে পোস্ট দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভোলা ২ আসনের সাংসদ।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:-ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তুহিন খন্দকার গত ১৮ জুলাই ২০২১ ইং তারিখে বোরহানউদ্দিন পৌরসভার ৬ নং ওয়ার্ডের একটি অসহায় পরিবারের বসবাসের জরাজীর্ণ একটি ঘর নিয়ে তার নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করেন। ফেসবুকে পোস্ট করার দশ মিনিটের মধ্যে বিষয়টি মাননীয় এমপি ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল মহোদয়ের দৃষ্টিগোচর হয়। তিনি সাথে সাথে তুহিন খন্দকারের সাথে মুঠোফোনে বিস্তারিত বিষয়টি জেনে নিলেন।আজ রবিবার (১৮ জুলাই) বিকাল পাঁচটার পরে ভোলা ২ আসনের সংসদ সদস্য এমপি আলী আজম মুকুল উক্ত পোস্টের আলোকে বোরহানউদ্দিন পৌরসভা ৬ নং ওয়ার্ডের কলেজ ছাত্রী রুজিনার বাসায় যায় এবং তার নিজস্ব অর্থায়নে একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও ওই পরিবারের কলেজে পড়ুয়া একটি মেয়ের লেখাপড়ার সকল দায় দায়িত্ব নেন।এ বিষয়ে সাংবাদিক তুহিন খন্দকার তার বক্তব্যে বলেন মাননীয় এমপি আলী আজম মুকুল একজন সংসদ সদস্য হয় এত তৃণমূল পর্যায়ের খবরা খবর রাখেন আমি এই বিষয় টি দেখে আশ্চর্য হলাম।