প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২১
বোরহানউদ্দিন থানার টবগী ৯ নং ওয়ার্ড এ প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা,
স্টাফ রিপোর্টার মোঃ রাকিব:: টবগী ৯ নং ওয়ার্ডে, এই এলাকায় প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষের যেন দুর্ভোগের শেষ নেই। বর্ষাকালে এলাকাবাসীর সুস্থ মানুষ চলাফেরা করতে যে কষ্ট হয়, সেখানে যদি কোন এক জরুরি রোগী থাকে, তাহলে আরো যেন কষ্টদায়ক হয়ে দাঁড়ায় চলার পথ।
বর্ষাকালীন সময় এখানে এক হাঁটু পরিমান কাদা মাটির দিয়ে হেঁটে যেতে হয়। বর্ষাকালীন সময় কোন গাড়ির পথ নেই বললেই চলে।
এলাকাবাসীর জনপ্রতিনিধির কাছে আকুল আবেদন
এলাকার রাস্তাঘাট গুলো যেন দ্রুত পাকা করার ব্যবস্থা করেন।