প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২
ভোলায় আখক্ষেত লাশ
ইশতিয়াক আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
ভোলার দৌলতখান উপজেলায় একটি আখক্ষেত লাশ দেখতে পেয়েছেন স্থানিয়রা। শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে স্থানীয় এক ব্যক্তি ঐ লাশ দেখতে পান। জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম আবু তাহের তিনি চরখলিফা ৬নং ওয়ার্ডের মৃত সাদেকের ছেলে।
উপজেলার চর খলিফা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কলিম পাটোয়ারী বাড়ি সংলগ্ন একটি আখক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে দৌলতখান পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
দৌলতখান থানার (ওসি) তদন্ত শাহাদাত হোসেন খান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছ। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।