প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২
দৌলতখান দক্ষিন জয়নগর ইউনিয়নে ভুয়া সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জনতার হাতে আটক
ইশতিয়াক আহমেদ, স্টাফ রিপোর্টারঃ আটককৃত অফিসারের নাম কামরুলএখন ইসলাম তানভীর (২৫)। তার বাড়ী লালমোহন উপজেলার রমাগন্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চান মিয়া দালালবাড়ীর মোহাম্মদ শাহজাহানের ছেলে।সে বুধবার সকালে দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কবিরের ছেলে নোমানের আর্মির চাকরির ভিরিফিকেশনের জন্য আর্মি পরিচয় দিয়ে সে বাসায় যান।
পরে তাকে সন্দেহ জনক ভেবে এলাকার লোকজন তাকে বিভিন্ন প্রশ্ন করে এবং পরে তাকে বাংলাবাজার পুলিশ তদন্তকেন্দ্রে সোপর্দ করা হয়।বর্তমানে তাকে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান বর্তমানে আসামী তানভীরের জিজ্ঞাসাবাদ চলছে।