তজুমদ্দিনের মেঘনায় ১০ হাজার মিটার অবৈধ জাল আটক
তজুমদ্দিন প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনের মেঘনায় উপজেলা মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ জাল ও ১৪টি লোহার নোঙ্গর আটক করা হয়। পরে আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং নোঙ্গরগুলি নিলামে বিক্রি করা হয়।
কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদ বলেন, বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকাল থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন-২০২১ বাস্তবায়নে মেঘনার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুরিন্দাখাল ও শশীগঞ্জঘাট এলাকা থেকে প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল, ১৪টি লোহার নোঙ্গর আটক করা হয়। পরে আটক জাল শশীগঞ্জ স্লুইজঘাটে এনে আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং গেরাপিগুলি প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী প্রমুখ।