প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
তৈমুরের চেয়ে ৬৯ হাজার ভোটে এগিয়ে আইভী
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী মেয়র হওয়ার পথে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। প্রাপ্ত ফল অনুযায়ী এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। আইভী ও তৈমুরের ভোটের ব্যবধান ৬৯ হাজার ১০২।
আজ রবিবার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারি এ ফলের তথ্য নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান। এর আগে, সকাল ৮টায় ভোট শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত।