কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

 

ডেক্স রিপোর্ট ঃ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের দিলীপ কুমার মিস্ত্রীর ছেলে দেবরাজ (২) ও রণদেব মিস্ত্রির মেয়ে নন্দিনী (৬) পানিতে ডুবে মারা গেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেবরাজ খেলাধুলা করতে করতে সকলের অজান্তে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। এমন সময় চাচতো বোন নন্দিনী দেখে তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও পানিতে পড়ে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।