বিখ্যাত ভাষণ রিগান রোদন ।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১

 

মার্চ এলে মনে পড়ে
রাজনীতির এক মহাকবি
মহামানব, মহাপুরুষের কথা
মনে পড়ে রেসকোর্স ময়দানে
রাজকীয় রাজনৈতিক সুবিশাল মঞ্চে, জনবহুল, জনসমুদ্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সেই বিশ্ব বিখ্যাত, ইতিহাস ঐতিহ্য বহনকারী
রাজনৈতিক মহাকাব্য
এ জাতির মুক্তি, স্বস্তি ও প্রাপ্তির মহাবার্তা-মহাবক্ততা

সেদিন মহা সংগ্রামী মনোভাবে
প্রতিবাদের প্রলয়নকারী ঝড় সৃষ্টি করে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান
দৃঢ় চিত্রে বলিষ্ঠ কণ্ঠে
মহাকাব্যিক ভাষনের এর একপর্যায়ে বলেছিলেন
রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো
তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ

৭১এর ৭ই মার্চের অগ্নিঝরা, নজরকাড়া সাড়ে ৭ কোটি বাঙালির অন্তরে দ্রোহের কম্পন
এ শত্রুর বুকে কথার বুলেট বৃদ্ধ করা বঙ্গবন্ধুর সেই পৃথিবী বিখ্যাত ভাষণ
এর মহাআবেগ, অনন্ত আবেদন
যতদিন থাকবে এই বাংলাদেশ
দেশের আপামর জনতা
ততদিন দেশ ও দেশের মানুষের হিত সাধনের ভীত হয়ে থাকবে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের সেই ৭ই মার্চের মহাদুর্লভ, দুষ্পাপ্য ,
মহাভাষনের আকর্ষণ- আমন্ত্রণ বার্তা।