চরফ্যাশনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মোবাইল কোর্ট। এক দোকানে ৫ হাজার টাকা জরিমানা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

 

মিলি সিকদারঃ

চরফ্যাশনে ঔষধ প্রশাসন অধিদপ্তর এর অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এতে চরফ্যাশন হাসপাতাল রোড এর মা মেডিক্যাল হলের ৫০০০/- পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১.৩০ঘটিকার সময় ভেজাল ঔষধ বিক্রি, অবৈধ বিদেশি ঔষধ মজুদ ও সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়া সহ মোট ৫টি অভিযোগ এর ভিত্তিতে মা মেডিক্যাল হলের শাহিন কে ৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আঃ মতিন খাঁন (সহকারী কমিশনার ভুমি চরফ্যাশন) মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে চরফ্যাশন হাসপাতাল রোড এর কেমিস্ট সমিতির সেক্রেটারি জালালের দোকানসহ অন্যানা দোকানগুলো মুহুর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়। ঔষধ প্রশাসন অধিদপ্তর এর জেলা ড্রাগ সুপার ইফ্রাহীম ইকবাল চৌধুরী বলেন সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়াসহ অবৈধ বিদেশি ঔষধ বিক্রি, নকল ও ভেজাল ঔষধ বিক্রিসহ মোট ৫ টি গুরুতর অপরাধের কারনে মা মেডিক্যাল হলের শাহিনকে আটক করা হয়ছে।পরবর্তীতে ক্যামিষ্ট সমিতির সদস্যদের জোরালো অনুরোধের কারনে তার কাছথেকে (শাহিন এর) অবৈধ ঔষধ বিক্রি করবেনা মর্মে মুচলেকা নিয়ে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। একটি সুএে জানায় এই গুনধর শাহিন ক্যমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কার্যকরি কমিটির সদস্যের দোহাই দিয়ে অন্যান্য দোকানদার দের থেকে চাঁদা আদায় করতো জরিমানার নামে,অর্থাৎ কোন দোকানদার অসহায় গরীব রোগীর কাছথেকে ৫/১০ টাকা কম রাখলেই সেই দোকানদারকে জরিমানা গুনতে হত এই গুনধরের প্রভাবে।এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অঃ মতিন খাঁন বলেন অবৈধ ঔষধ রাখার অপরাধে মা মেডিক্যাল হলকে ৫০০০/-টাকা জরিমানা করা হয়েছে