যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নামে একটি সড়কের নাম করন করা হয়েছে।
নিউজ ডেস্ক
মেরিল্যান্ড বাংলাদেশী আমেরিকানদের উদ্যোগে মোহাম্মদ কাজলের সার্বিক সহযোগীতায় বালটিমোর সিটির Saratoga Street কে শহিদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের নামে “ Ziaur Rahman Way” নামফলক উদ্ভোধন করেন বালটিমোর ইষ্টেট এসেম্বলী ওমেন Robblyn Lewis এবং ইষ্টেট এসেমবলীম্যান হ্যারী ভেন্ডারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নর অফিসের কমিশনার ড: স্যাম কারকি, মেয়র অফিসের প্রতিনিধি ড: রবার্ট জ্যাকসন এবং মুলধারার রাজনৈতিক গভর্নর অফিসের কমিশনার আনিস আহমেদ। লন্ডন থেকে প্রধান অথিতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিএনপির নেতা জিল্লুর রহমান জিলু, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, জাহাঙ্গীর এম আলম, জসিম উদ্দিন ভুঁইয়া, মোস্তফা কামাল পাশা ,আব্দুস সবুর প্রমুখ, সাইদুর রহমান সাইদ, আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।