জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ শাজাহানের সন্তানের পাশে ভোলার কথা ডট কম অনলাইন পত্রিকার,সম্পাদক ইলিয়াছ চৌধুরী।।

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

জুলাই-আগস্ট বিপ্লবে নিহত ভোলার ছেলে শাজাহানের পরিবারে এসেছে নতুন সদস্য। গত শুক্রবার ভোলা শহরের এক ডায়াগনস্টিক সেন্টারে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সন্তানের নাম রাখা হয়েছে ওমর ফারুক। তবে শহীদ শাজাহানের ছেলে সন্তানের জন্মের পর পরিবারে যেমন আনন্দের জোয়ার বইছে, তেমনি রয়েছে অনিশ্চয়তার ছাপও। কিভাবে এ সন্তান বড় হবে।

নবজাতকের মা ফাতেহা জানান, তার স্বপ্ন সরকারিভাবে এই শিশুটির ভবিষ্যৎ সুরক্ষা করা হয়। তিনি আরো বলেন, আমার স্বামী দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছেন। আমি চাই, আমার সন্তান যেন নিরাপদ ভবিষ্যৎ পায় এবং তার দায়িত্ব সরকার গ্রহণ করে।

এদিকে শাজাহানের সন্তান জন্মগ্রহণের সংবাদ শুনে তাকে দেখতে যান ভোলার কথা ডটকম অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভোলার জার্নালিস্ট ফোরাম সভাপতি শাহিন কাদের, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, সদস্য শরীফ হোসাইন, আনোয়ার হোসেন, মাহে আলম মাহি, অনিক আহমেদ, হাসনাইন আহমেদ প্রমুখ।

শহীদ শাজাহানের পরিবার এবং নবজাতকের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার সহ সকল মহলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন ভোলার সচেতন মহল।

ইতিমধ্যে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। শুক্রবার রাতে তিনি এ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এ সময় ওই পরিবারকে আর্থিকভাবে ও সহযোগিতা করেন তিনি।