জনগনের রায় পেলে গ্যাস সমৃদ্ধ ভোলার দৃশ্যপট পাল্টে দেবো.. —————আন্দালিভ রহমান পার্থ
ভোলা,৩১ জানুয়ারী,২০২৬ (বাসস) :
ভোলা-১ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন-দ্বীপ ভোলার মানুষ একেবারেই অবহেলিত,মৌলিক অধিকার বঞ্চিত। বিগত স্বৈর জমানায় আ’লীগ শুধু উন্নয়নের নামে লুটপাট করেছে। মানুষের ভাগ্যোন্নয়ন হয়নি। ভোলাতে আত্মীয়তন্ত্র ছাড়া আর কিছু দেখেনি মানুষ। রাস্তা,ঘাট,পুল, কালভার্ট,গ্রামীণ অবকাঠামোগুলোর জীর্ণদশার উন্নতি করেনি ফ্যাসিস্ট পিচাস আ’লীগ। পার্থ বলেন- বিগত দিনেও আপনারা আমাকে এই আসন হতে সংসদ সদস্য বানিয়েছিলেন কিন্তু বিরোধীদলের এমপি হওয়ায় ভোলার উন্নয়ন করতে পারিনি। তবে সংসদে দাঁড়িয়ে ভোলার মানুষের নিদারুণ কষ্ট,বঞ্চনা,কান্না আর আর্তনাদের কথা বার বার তুলে ধরেছি কিন্তু অত্যাচারী শোষক হাসিনার হৃদয় আপনাদের জন্য একবিন্দু-ও কাঁদেনি। ভাগ্যের উন্নয়ন ঘটেনি নিদারুন যন্ত্রনায় থাকা ভোলাবাসীর। তাই আগামী ১২ ফেব্রুয়ারী গরুর গাড়ী প্রতীকে আপনাদের মূল্যবান রায় পেয়ে নির্বাচিত হলে অবহলিত জনপদ গ্যাস সমৃদ্ধ ভোলার দৃশ্য পাল্টে দেবো ইনশাআল্লাহ। তিনি বলেন,দেশনায়ক তারেক রহমানের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক সূখী-সমৃদ্ধ বাংলাদেশ।
আন্দালিভ রহমান পার্থ আজ শনিবার (৩১ জানুয়ারী) বিকেল সাড়ে পাঁচটায় ভোলা সদরের ধনিয়া ইউনিয়ন হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান লাভলুর সভাপতিত্ত্বে বিএনপি ও বিজেপি যৌথভাবে আয়োজিত জনসভায় আরো বক্তব্য রাখেন-ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও ভোলা পৌরসভার সাবেক মেয়র সফিউর রহমান কিরন,যুগ্ম আহব্বায়ক তরিকুল ইসলাম কায়েদ,জেলা জাতীয় পার্টি (বিজেপি) সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্য সচীব রাইসূল আলম এবং ভোলা সদর উপজেলা যুবদল আহব্বায়ক বিল্লাল হোসেন প্রমূখ।

