ভোলায় এলডিপি’র উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)’র ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে নিজাম হাসিনা ফাউন্ডেশন সামনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা জেলা কার্যালয়ে এ কমিটি অনুমোদন ও পরিচিতি সভ হয়েছে।

উপজেলা এলডিপির আহ্বায়ক মোঃ আশরাফ উদ্দিন (ফারুক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা এলডিপি সভাপতি মোঃ বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন প্রমূখ।

সভায় ৫১ সদস্য বিশিষ্ট ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন করা হয়। নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আশরাফ উদ্দিন (ফারুক), সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন রাজু ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাসনাইন আহম্মেদ রাহান এর নাম অনুমোদন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ হাসান, মোঃ সিহাব, মোঃ রিয়াজ উদ্দিন মাতাব্বর, মোঃ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ-সাধারণ সম্পাদক মাওঃ ফারুকুল ইসলাম, মোঃ আল আমিন. সাংগঠনিক সম্পাদক মোঃ হাসনাইন আহমেদ (রায়হান), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী, দপ্তর সম্পাদক মোঃ সরোয়ার তালুকদার, অর্থ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ জাফর ইকবাল, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম বাচ্চু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বাহার উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হাছনুর বেগম, ধর্ম ও আইন বিষয়ক সম্পাদক আঃ রহমান প্রিয়ন্ত।

সভায় প্রধান অতিথি ও ভোলা জেলা এলডিপির সভাপতি মোঃ বশির আহমেদ বলেন, আগামী নির্বাচনে দলের পক্ষে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে দলকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে কর্নেল অলি আহমেদে এর নেতৃত্বে তারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভোলার গ্যাস, ভোলা-বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজসহ অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার আশা ব্যক্ত করেন তিনি।