ভোলায় বিক্ষোভ মিছিল.ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবীতে
স্টাফ রিপোর্টারঃ
ঢাকার কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবীতে ভোলায় ফের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমা’আর নাজাম শেষে শহরের খলিফা পট্টি জামে মসজিদের সামনে থেকে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে নতুন বাজার প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য রাখেন ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী মো. মাকসুদুর রহমান ও ইয়াসির আরাফাত, শিবিরের শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন, গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক মো. অন্তর হাওলাদার, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. নেওয়াজ শরীফ, ভোলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম ইসলাম আসিফ, ছাত্রদলের সদস্য জিদান আনাবীর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে ভোলার একদল তরুন ঢাকায় গিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ তারা বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছে। আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে তাদের সমর্থনের পাশাপাশি সরকারকে এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। সবশেষ তারা সরকারকে হুঁশিয়ারী করে বলেন, যদি এই গণদাবি সরকার না মানে নেয়, পরবর্তীতে আমরা ভোলার বাহিরে গ্যাস নেওয়াসহ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো। এসময় জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ, শিক্ষক মো. ইয়াছিন শরীফ ও মো. আকতার হোসেন, ভোলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ, সদস্য মো. তানজিন হোসেন, সুজন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।


