ভোলায় দুদকের জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৬ আগষ্ট (মঙ্গলবার) ভোলা সরকারি মহিলা কলেজে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মোজাহার আলী সরদার।

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বের উল্যাহ চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর পারভিন আখতার। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল আহসান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জিনাত রেহানা, শিক্ষক মহিউদ্দিন, আলহাজ্ব মোঃ ফয়সেল, সাংবাদিক নাসির লিটন, মোঃ হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

বিতর্ক প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলা অংশগ্রহন করে। দৌলতখান জয়নাল আবেদীন ল্যাাবরেটরি স্কুল, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তজুমদ্দিন শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়। সেমি ফাইনালে বিতর্কের বিষয়বস্তু ছিলো “প্রযুক্তির সর্বাত্ম ব্যবহারই পারে দূর্নীতি মুক্ত দেশ গড়তে”। ফাইনালে বিতর্কের বিষয়বস্তু ছিলো “নৈতিক মূল্যবোধের অভাবই মানসম্পন্ন শিক্ষার অন্তরায়”। বিতর্কে চ্যাম্পিয়ন হয় চরফ্যাশন সরকারি টি-ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়। রানার আপ হয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে টি ব্যারেট এর শিক্ষার্থী দ্রব দাস ধনি। বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ডঃ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মোঃ বাছেদ হোসেন ও কবি সুবর্ণা ফারহানা চৌধুরী। বিতর্ক শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদানের পাশাপাশি দুদকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।