চরফ্যাসনে জরিপ অফিসের নাইট গার্ডের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ !!

স্টাফ রিপোর্টারঃ
ভোলার চরফ্যাসন উপজেলা সদরে হাসপাতাল রোডে হাসপাতাল সংলগ্ন চরফ্যাসন ভুমি ও জরিপ রেকড অধিদপ্তরে মাষ্টার রোলের নাইট গার্ড মোঃ হানিফের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
জমির মালিক মোঃ খালিদ হোসেন বিরু অভিযোগ করে বলেন, জরিপ ও রের্কড অধিদপ্তরের বরিশাল জোনাল অফিসের আওতাধীন চরফ্যাশন শাখার মাষ্টার রোলের নাইট গার্ডের চাকুরীর সুবাদে জোরপূর্বক আমার মৃত পিতা মরহুম ড.শামছদ্দিন হাসপালের চাকুরী কালিন সময় খরিদকৃত ৯১৯৫ তাং১৮/০৮/১৯৮৩ দলিল মুলে জমিটি দখলের চেষ্টা করছে এবং আমাকে ও আমার পরিবারবর্গকে হুমকি দিচ্ছে।
গত ১/১১সরকার২০০৭ সালে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে, আমি বিষয়টি যৌথবাহিনিকে অবগত করলে তাৎক্ষণিকভাবে সরেজমিনে গিয়ে হানিফ গংদের বাঁধা প্রদান করেন এং আমার বসত বাড়ীর দেওয়াল তুলে দেন পাশ্বে পুকুর পানির থাকায় কাজটি অস্পন্য রয়েছে। অপরদিকে আমার পাশ্ববর্তী হওয়ায় দীর্ঘ দিন আমার বাবার জমি নিয়ে বিরোধ থাকায় আমি বিজ্ঞ আদালতে বন্টন মামলা ০৫/২০১১ দাখিলের পর বিজ্ঞ আদলত আমার পক্ষে রায় প্রদান করেন। রায়ের বিপক্ষে হানিফ গংরা আপিল মামলা দায়ের করেন যা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। কিন্তু হানিফ গংরা বিজ্ঞ আদালত বিচারকে অবজ্ঞা করে পেশী শক্তি ব্যবহার করে আবার ও দখলের জন্য ইটা-বালি প্রস্তুতি গ্রহন করলে আমি তাৎক্ষণিকভাবে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করি । থানার এ এস আই জনাব রেজাউল সরেজমিনে গিয়ে হানিফ গংদের কাজ বন্ধ করেন। ৩০ মে/২০২৫ উভয়ই পক্ষ লিখিত অঙ্গিকার নামায় মানিত সাললীসের মাধ্যমে ফয়সালা আশ্বাস দেন কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল থানায় প্রভাব বিস্তার করে জমি দখলের পায়তারা করছে। তিনি আর ও বলেন,গত আঃলীগের ১৭ বছর আঃলগের স্থানীয় নেতাদের দিয়ে প্রভাব বিস্তার করেন
ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন সহ নৌ-কন্টিজেন্ট সাহায্য কামনা করছে।