লালমোহনের বদরপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন চাচ্ছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসাদ মেলকার।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

মোঃ সাইফুল ইসলাম(জিহাদ), স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলায় চলছে প্রার্থীদের গনসংযোগ। তেমনি লালমোহনের ১নং বদরপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসাদ মেলকার। তিনি বর্তমানে বদরপুর (উত্তর) ইউনিয়নের যুবলীগের আহবায়কের দায়িত্ব পালন করছেন। আসাদ মেলকারের সাথে ইউপি নির্বাচন প্রসঙ্গে কথা বললে তিনি বলেন আমি এই বদরপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। দায়িত্ব ছাড়াও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের হাতকে শক্তিশালী করার জন্য তার নির্দেশে এই ইউনিয়নের সকল ওয়ার্ডে আমি গরীব দু:খী মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছি। মহামারী করোনার সময় নিজের জীবনের মায়া ত্যাগ করে এমপি মহোদয়ের নির্দেশে প্রতিটি ওয়ার্ডে ঘুরে বেরিয়েছি, খোজ খবর নিয়েছি এলাকার সকলের, সাধ্যমত গবীর দু:খীদের সাহায্য সহযোগিতা করেছি। এই ইউনিয়নের মানুষ সামনের নির্বাচনে আমাকে চেয়ারম্যান হিসাবে চাচ্ছে, তাই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন চাচ্ছি। আশা করি দল আমার কার্যক্রম মূল্যায়ন করে আমাকে দলীয় নমিনেশন দিবে এবং আমি দলীয় ভাবে নমিনেশন পাব। বদরপুর ইউনিয়নের কালাম, সফিক, আনিছল, ইমরান, আনোয়ার, এছহাক, রফিক, শাহীন, আকবরসহ কয়েকজনের সাথে কথা বলে জানা যায় আসাদ মেলকার কার্যক্রমে এই এলাকার মানুষ অনেক খুশি। বদরপুরের প্রত্যেকটি এলাকায় সে অনেক আগে থেকে কাজ করছে। তার অবস্থান খুবই ভালো এবং আমরা মনে করি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসাদ মেলকার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন।