লালমোহনের বদরপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আসাদ উল্যাহ বিজয়ী

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২২

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভােলার লালমােহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন মামলার আতঙ্ক, গুজব ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পূর্ণ হয়েছে।

নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে মোঃ আসাদ উল্যাহ মেলকার বেসরকারি ভাবে ৭১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ফরিদুল হক তালুকদার পেয়েছেন ৪৯১২ ভোট।

উক্ত ইউনিয়নে এই দুই প্রার্থী ছাড়া আরও ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২১ মার্চ সােমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বদরপুর ইউনিয়নের ১৪টি কেন্দ্রে সুষ্ঠভাবে ভােট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৬ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে
সাধারণ ওয়ার্ড গুলোর, ১নং ওয়ার্ডে লিটন সাজি, ২নং মফিজল মেলকার, ৩নং মিয়াজ হােসেন মিঠু, ৪নং ইউসুফ মৃধা, ৫নং হারুন জমাদার, ৬নং ওমর ফারুক, ৭নং লিটন বেপারী, ৮নং মিজান পালােয়ান এবং ৯নং ওয়ার্ডে অলিউল্লাহ হাওলাদার বিজয়ী হয়েছেন।

৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে খাদিজা বেগম, ২নং নাছিমা বেগম এবং ৩নং ওয়ার্ডে লাইজু বেগম বিজয়ী হয়েছেন।

বদরপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ২৯ হাজার ৪৮৪ জন। যার মধ্যে নারী ভোটার রয়েছে ১৪ হাজার ২৮৪ জন।

নির্বাচনের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে উপস্থিত ছিলেন, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিয়নের ১৪টি ভোট কেন্দ্রে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীসহ উপস্থিত ছিলেন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ, স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম। যার কারনে কোনাে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।